About Us
বিডি আইটি জানো একটি টেকনোলজী রিলেটেড ব্লগ। এখানে আইটি রিলেটেড , ব্লগিং করে আয়, ইউটিউব থেকে আয় , সর্বোপরি অনলাইন থেকে আয় করার উপায় নিয়ে লেখালেখি হয়ে থাকে । অনলাইন থেকে আয় করার একটা প্রপার গাইড লাইন আপনি বিডি আইটি জানো তে পেয়ে যাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে সবগুলা লেখা শেয়ার করে থাকি । আশা করি আপনি ও আমার মাধ্যমে অনলাইন থেকে আয় করতে পারবেন।
About Me :
আমি আতিকুর রহমান । ২০১৫ সাল থেকে ব্লগিং করে আয় করছি । তাই আমার অভিজ্ঞতা শেয়ার করে আপনাদেরকে ও ইনকামের পথে নিয়ে যেতে চাই। প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার খুব পছন্দ। তাই ব্লগিং টাকে বেছে নিয়েছে জীবনের একটা আয় এর উৎস হিসেবে । তার সাথে সাথে ইউটিউব এ আমার চ্যানেল রয়েছে । সেখান থেকে ও আমার ভাল পরিমান একটা ইনকাম আসে।